মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (আনু. ১৭৬২ – ১৮১৯) মেদিনীপুর। তাঁর পদবী চট্টোপাধ্যায়। নাটোরে তাঁর শিক্ষারম্ভ হয়। যৌবনে কলিকাতাবাসী হন। ১৮০৫ খ্রী. কেরীর সুপারিশে ফোর্ট উইলিয়ম কলেজে পণ্ডিতের পদ লাভ করেন। এখানে সংস্কৃত অধ্যাপনা করতে হত। এর আগেই কেরীর অধীনে বাংলা পাঠ্যপুস্তকের অভাব দূর। করার জন্য তিনি ‘বত্রিশ সিংহাসন’ রচনা করেন (১৮০২)। দীর্ঘদিন এই কাজে বিশেষ উন্নতি না হওয়ায় ৯-৭-১৮১৬ খ্ৰী. পদত্যাগ করে সুগ্ৰীম কোর্টের জজ-পণ্ডিতের কাজ নেন। হিন্দু কলেজ স্থাপনের জন্য ২১-৫-১৮১৬ খ্রী. এক সভায় তিনি কলেজ-সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন কমিটির সদস্য নির্বাচিত হন। স্কুল বুক সোসাইটির পরিচালক সমিতির সদস্য ছিলেন। ১৮১৮ খ্রী তীর্থভ্ৰমণে গিয়ে ফেরার পথে মুর্শিদাবাদে মারা যান। ‘ তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ: ‘হিতোপদেশ’, ‘রাজাবলি’, ‘বেদান্তচন্দ্ৰিকা’ ও ‘প্ৰবোধচন্দ্ৰিকা’। তিনি বাংলা ভাষায় ছাপা পুস্তকের প্রথম লেখকদের অন্যতম ছিলেন।
পূর্ববর্তী:
« মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়
« মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়
পরবর্তী:
মৃত্যুঞ্জয় বিরাট সেনগুপ্ত »
মৃত্যুঞ্জয় বিরাট সেনগুপ্ত »
Leave a Reply