মৃন্ময়ী রায় (১৮৯৬? – ৬-৯-১৯৭৮) সমাজসেবী, জিতেন্দ্রনারায়ণ ইনফ্যান্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও জিতেন্দ্রনারায়ণ সেবাভবন হাসপাতালের প্রাণস্বরাপা ছিলেন। একমাত্র পুত্র জিতেন্দ্রনারায়ণের অকালমৃত্যুর পর তিনি বিদেশ থেকে বিশেষ শিক্ষালাভ করে ফিরে এসে পুত্রের নামে কলিকাতায় ১৯৩৬ খ্রী. নার্সারি স্কুল প্ৰতিষ্ঠা করেন। ১৯৫৭ খ্রী. প্রতিষ্ঠিত হয় জিতেন্দ্রনারায়ণ শিশু সেবাভবন ও প্রসূতিসদন।
পূর্ববর্তী:
« মৃত্যুঞ্জয় বিরাট সেনগুপ্ত
« মৃত্যুঞ্জয় বিরাট সেনগুপ্ত
পরবর্তী:
মেঘনাদ সাহা, ড. »
মেঘনাদ সাহা, ড. »
Leave a Reply