মৃণালিনী সেন (৩-৮-১৮৭৯ – ৭-৩-১৯৭২) ভাগলপুর-বিহার। লাড়ুলিমোহন ঘোষ। ১৩ বছর বয়সে পাইকপাড়ার রাজা ইন্দ্ৰচন্দ্ৰ সিংহের সঙ্গে তাঁর বিবাহ হয়। দুই বছরের মধ্যে বিধবা হন। এই সময় থেকে তিনি কবিতা লেখা আরম্ভ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘প্ৰতিদ্বন্দ্বী’ (১৮৯৫), ‘নির্ঝরিণী’ (১৮৯৬), ‘কল্লোলিনী’ ও ‘মনোবীণা’ (১৯০০)। ১৯০৫ খ্রী. ২৬ বছর বয়সে কেশবচন্দ্রের দ্বিতীয় পুত্র নির্মলচন্দ্রের সঙ্গে তাঁর পুনর্বিবাহ হয়। ১৯০৯ খ্রী. স্বামীর সঙ্গে লন্ডনে গিয়ে অল্পকাল থাকেন। ১৯১৩ খ্রী. পুনর্বার লন্ডনে গিয়ে একাদিক্ৰমে ১৬ বছর থাকেন এবং ইংরেজী ভাষার মাধ্যমে সাহিত্যচর্চা করেন। এখানে গান্ধীজীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং গান্ধীজী তাঁর নিকট বাংলা ভাষা শেখেন। তাঁর রচিত ইংরেজী প্ৰবন্ধাবলী এবং বক্তৃতাদি ভারতে ও ইংল্যান্ডে মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি মহিলাদের ভোটাধিকার নিয়ে ভারতে ও ইংল্যান্ডে আন্দোলন করেন। ক্যাথরিন মেয়ো রচিত ‘মাদার ইন্ডিয়া’ গ্রন্থের প্রতিবাদে তিনি বহু প্ৰবন্ধ লেখেন। ১৯৫০ খ্রী তাঁর ইংরেজী রচনা-সংগ্রহ ‘Knocking at the Door’ প্ৰকাশিত হয়। ভারতীয় মহিলাদের মধ্যে তিনিই প্রথম মনোপ্লেন-এ ভ্রমণ করেন। ১৯৫৫ খ্রী ‘Indian institute of Aeronautics and Electronics’ সংস্থার অনারারি সদস্যা হয়েছিলেন।
পূর্ববর্তী:
« মৃণালিনী চট্টোপাধ্যায়
« মৃণালিনী চট্টোপাধ্যায়
পরবর্তী:
মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় »
মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় »
Leave a Reply