মৃণালকান্তি বসু (১৮৮৬ — ১৯৫৭) ফতেপুর-যশোহর। নিবারণচন্দ্র। যশোহর সম্মিলনী স্কুল থেকে পাশ করে কলিকাতায় আসেন। ১৯০৯ খ্রী. বি-এল এবং ১৯১২ খ্রী. এম.এ পাশ করেন। ১৯০৫ খ্রী. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময়ে রাজনীতিতে প্ৰবেশ করেন। স্বদেশী দ্রব্য প্রচারের জন্য ‘যশোহর সমিতি’ স্থাপন করেন। ১৯০৬–০৭ খ্রী. বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেসের সদস্য ও ১৯২৩ খ্রী. স্বরাজ্য দলের সদস্য হন। ১৯২৫ খ্রী. কংগ্রেস ত্যাগ করেন। ১৯০৬ খ্রী. থেকে অমৃতবাজার পত্রিকায় প্ৰবন্ধাদি লিখতে শুরু করেন। ১৯১৮ খ্ৰী. ঐ পত্রিকার সহ-সম্পাদক এবং ১৯২২ খ্রী. সম্পাদক হন। ১৯২৩–২৪ খ্রী. অধুনালুপ্ত ‘ফরোয়ার্ড’ পত্রিকার সম্পাদক ও ১৯২৫ খ্রী. সহযোগী সম্পাদক ছিলেন। ভারতীয় বার্তাজীবী-সঙেঘর প্রতিষ্ঠাতা-সম্পাদক ও ১৯২৬ খ্রী. তাঁর সহ-সভাপতি হন। বাঙলায় কৃষক সমিতির তিনি অন্যতম স্থাপয়িতা। ১৯২৯ খ্রী. পর্যন্ত ঐ সমিতির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এরপর শ্রমিক আন্দোলনে মনোনিবেশ করেন। যশোহর-খুলনা যুব সংগঠনের (১৯২৭–২৯) সভাপতিরূপে পূর্ববঙ্গে সমাজসেবা করেন। প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের দীর্ঘকালের সভাপতি ছিলেন। (১৯২২–৪৮) এছাড়া All India Trade Union Federation (১৯২০), Bengal Provincial Trade Union Congress (১৯৩২), National Trade Union Federation (১৯৩৩–৪০) এবং AII India Trade Union Congress (১৯৪৬)-এর সভাপতি ছিলেন। ১৯৪০ খ্রী. কলিকাতা কর্পোরেশনের ঝাড়ুদার ধর্মঘট সম্পর্কে গ্রেপ্তার হন। সরকারী আদেশে ১৯৪১ খ্রী. তাঁর ‘মে-দিবসে’র বক্তৃতা বন্ধ করে দেওয়া হয়। ১৯৪২–৪৬ খ্রী. পর্যন্ত ভারতের সকল ট্রেড ইউনিয়ন আন্দোলনে নেতৃত্ব করেন।
পূর্ববর্তী:
« মৃণাল সেন
« মৃণাল সেন
পরবর্তী:
মৃণালকান্তি রায়চৌধুরী »
মৃণালকান্তি রায়চৌধুরী »
Leave a Reply