মৃগেন্দ্রলাল মিত্র, ডাঃ (২৭-৫-১৮৬৭ — ৫-১০-১৯৩৪) কাইতি-বর্ধমান। পাঞ্জাবে অগ্রজের কাছে থাকতেন। ১৮৯১ খ্রী. লাহোর থেকে ডাক্তারী পাশ করে মধ্যপ্রদেশে চাকরি নেন। ১৮৯৫ খ্রী. সরকারী চাকরি নিয়ে বাঙলায় আসেন। ১৯০০ খ্রী. ক্যাম্বেল স্কুলে অস্ত্ৰচিকিৎসার শিক্ষক নিযুক্ত হন। অস্থিচিকিৎসায় অসাধারণ নৈপুণ্য ছিল। ১৯০৫ খ্রী. এডিনবরা, ব্রাসেলস ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকে উপাধি পান। ১৯২১ খ্রী. কারমাইকেল মেডিক্যাল কলেজে শস্ত্ৰ চিকিৎসার অধ্যাপক পদে নিযুক্ত হন। প্রচুর অর্থ উপার্জন করেছেন। আবার বহু লোককে বিশেষ করে ছাত্রদের আর্থিক সাহায্যও করেছেন। বস্তির দরিদ্র লোকদের মধ্যে সস্ত্রীক সেবা কাৰ্য করতেন। রচিত গ্রন্থ: ‘Essentials of surgery’, ‘শল্য চিকিৎসা’, ‘মুক্তি পথ’ (উপন্যাস) প্রভৃতি।
পূর্ববর্তী:
« মুহম্মদ হানিফ
« মুহম্মদ হানিফ
পরবর্তী:
মৃগেন্দ্ৰনাথ দত্ত »
মৃগেন্দ্ৰনাথ দত্ত »
Leave a Reply