মৃগেন্দ্ৰনাথ দত্ত (২৭-১০-১৯১৫ – ৩-৯-১৯৩৩) পাহাড়ীপাড়া-মেদিনীপুর। বেণীমাধব। ছাত্রাবস্থায় গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। পেডী ও ডগলাস নিহত হওয়ার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ২-৯-১৯৩৩ খ্রী. মৃগেন্দ্রনাথ ও সঙ্গী অনাথবন্ধু কর্তৃক বার্জ নিহত হন। কিন্তু পুলিসের গুলিতে অনাথবন্ধু ঘটনাস্থলেই এবং তিনি পরদিন মারা যান।
পূর্ববর্তী:
« মৃগেন্দ্রলাল মিত্র, ডাঃ
« মৃগেন্দ্রলাল মিত্র, ডাঃ
পরবর্তী:
মৃণাল সেন »
মৃণাল সেন »
Leave a Reply