মুলেন্স, হানা ক্যাথেরিন (১৮২৬ — ১৮৬১) কলিকাতায় জন্ম ও মৃত্যু। পিতা সুইজারল্যান্ডের বাসিন্দা রেভারেণ্ড ফ্রাঁসোয়ালাক্রোয়া খ্ৰীষ্টধর্ম প্রচারের সূত্রে লন্ডন মিশনারী সোসাইটির প্রচারক হিসাবে ১৮২১ খ্রী. চুঁচুড়ায় আসেন। হানা বাড়ির চাকরিবাকিরদের কাছে বাংলা শিখে মাত্র ১২ বছর বয়সেই ভবানীপুরের একটি নবপ্রতিষ্ঠিত মিশনের স্কুলে বালক বালিকাদের বাংলা শেখাতেন। ১৮৪৫ খ্রী. ধৰ্ম-প্রচারকজে, মুলেন্সের সঙ্গে বিবাহ হয়। খ্ৰীষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে তাঁর প্রথম বাংলা গ্ৰন্থ ‘ফুলমণি ও করুণার বিবরণ’ (Phulmani and Karuna: a Book for Native Christian Women) উপন্যাসটি ১৮৫২ খ্রী প্রকাশিত হয়। ‘আলালের ঘরের দুলাল’ প্রকাশিত হয় এর ছয় বছর পরে। অতএব বাংলা সাহিত্যে প্ৰথম উপন্যাস রচনার কৃতিত্ব তাঁরই। তাঁর অপর মৌলিক গ্ৰন্থ: ‘The Missionary on the Ganges or What is Christianity!’ ইংরেজী ও বাংলা উভয় ভাষাতেই প্রকাশিত হয়। ‘Daybreak in Britain’ গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছিলেন। খ্ৰীষ্টধর্ম ও বাংলা প্রসারে ব্ৰতী ছিলেন।
পূর্ববর্তী:
« মুর্শিদকুলি খাঁ
« মুর্শিদকুলি খাঁ
পরবর্তী:
মুশা শাহ »
মুশা শাহ »
Leave a Reply