মুর্শিদকুলি খাঁ (? — ১৭২৭)। প্রথমে দিল্লীর সম্রাট শাহজাহানের অধীনে দক্ষিণাত্যের কর্মচারী ছিলেন এবং সেখানকার সুবাদার ঔরঙ্গজেবের নির্দেশে রাজস্ববিভাগের সুবন্দোবস্ত করেন। ঔরঙ্গজেব বাদশাহ হয়ে তাকে সুবে বাঙলার দেওয়ান করে ঢাকায় পাঠান। তিনি বাঙলাদেশে রাজস্ব আদায়ের ও জমি বিলির সুব্যবস্থা করেন। পরে সুবাদার আজিম উসমানের সঙ্গে মনোমালিন্যের ফলে তিনি ১৭০১ খ্রী. তাঁর দপ্তর মুখসুদাবাদে স্থানান্তরিত করেন। ১৭১৩ খ্রী। তিনি বাঙলা, বিহার ও ওড়িশার সুবেদার নিযুক্ত হলে মুখসুদাবাদের নাম পরিবর্তিত হয়ে তাঁর নামানুসারে মুর্শিদাবাদ হয় এবং ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে এখানে আসে। তিনি মুর্শিদাবাদে বহু প্ৰাসাদ, কেল্লা ও দরবারগৃহ নির্মাণ করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ১০০ গম্বুজ বিশিষ্ট কাটরার মসজিদের সোপানতলে তাঁর মরদেহ সমাহিত রয়েছে।
পূর্ববর্তী:
« মুরারিমোহন ভট্টাচাৰ্য
« মুরারিমোহন ভট্টাচাৰ্য
পরবর্তী:
মুলেন্স, হানা ক্যাথেরিন »
মুলেন্স, হানা ক্যাথেরিন »
Leave a Reply