মুশা শাহ (? — মার্চ ১৭৯২)। সন্ন্যাসী বিদ্রোহের শ্ৰেষ্ঠতম নায়ক মজনুর যোগ্য শিষ্য ও ভ্রাতা। ১৭৮৬ খ্ৰী মজনুর মৃত্যুর পর অন্যান্য ফকির-নায়কদের সহযোগিতায় বিদ্রোহ অব্যাহত রাখেন। ১৭৮৮ খ্রী. মার্চ মাসের শেষ দিকে তাঁর বাহিনী রাজশাহী জেলায় প্ৰবেশ করে। ২৪ মার্চ রাণী ভবানীর বীরকন্দাজ-বাহিনীর সঙ্গে তাঁর দলের যুদ্ধে বীরকন্দাজ-বাহিনী পরাজিত হয়। সরকারী বিবরণে জানা যায়, গ্রামবাসী কৃষকেরা। বিদ্রোহীদের নানাভাবে সাহায্য করত। ২৮-৫-১৭৮৭ খ্রী. লে. ক্রিস্টির আকস্মিক আক্রমণে পলায়ন করেন। পরে রাজশাহী জেলায় তাঁর ও ফেরাগুল শাহের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হলে তিনি ফেরাগুলোর হাতে নিহত হন।
পূর্ববর্তী:
« মুলেন্স, হানা ক্যাথেরিন
« মুলেন্স, হানা ক্যাথেরিন
পরবর্তী:
মুহম্মদ জাকারিয়া কুরায়শী »
মুহম্মদ জাকারিয়া কুরায়শী »
Leave a Reply