মুরারিমোহন গুপ্ত (১৮২৪ – ২৭-৩-১৯০৪) মণিপুর। মধুসূদন। বিখ্যাত পাখোয়াজী। শ্ৰীরামপুর কলেজের অঙ্কশাস্ত্রের অধ্যাপক ছিলেন। রাম চক্রবর্তী ও নিমাই চক্রবর্তীর কাছে বাজনা শেখেন। তাঁর স্বনামধন্য শিষ্য দুর্লভচন্দ্ৰ ভট্টাচাৰ্য গুরুর স্মৃতিতে ১৯০৫ খ্রী. ‘মুরারি সম্মেলন’ নামে বাঙলায় প্রথম বার্ষিক সঙ্গীত সম্মেলন শুরু করেন। এই আসরে বাঙলার সব নামী গুণী এবং কলিকাতাবাসী পশ্চিমের কলাবতারা যোগ দিতেন। বাঙালী ওস্তাদরা দক্ষিণা নিতেন না এবং শ্রোতাদের দর্শনী দিতে হত না। এতে ধ্রুপদের মর্যাদা ছিল সব থেকে বেশী। ধ্রুপদীরাই বেশী গান শোনাতেন।
পূর্ববর্তী:
« মুরারি গুপ্ত
« মুরারি গুপ্ত
পরবর্তী:
মুরারিমোহন বেরা »
মুরারিমোহন বেরা »
Leave a Reply