মুনীন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য (১৭-৫-১৮৯৬ — ১২-১২-১৯৭৭) খল্লীগ্রাম—ঢাকা। প্ৰখ্যাত পণ্ডিত ভৈরবনাথ তর্কালঙ্কার। ঢাকা কলেজে পাঠ্যকালে ১৯১৭ খ্রী. ডাঃ সুরেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের সবিতা আশ্রমে (পরবর্তী অভয় আশ্রম) যোগদান করেন। ১৯২১ খ্রী. সত্যাগ্ৰহ আন্দোলনে সক্রিয় অংশ নিতে এম.এস-সি–পড়া ছাড়েন। বিভিন্ন আন্দোলনে যোগ দিয়ে অনেকবার কারাবরণ করেন। ১৯৪৬ খ্রী এম-এল-এ হন। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের কুমিল্লায় থেকে সভাপতি হিসাবে অভয় আশ্রমের কাজ করে যান। ১৯৫৪ খ্ৰী. পূর্ববঙ্গের আইন সভায় নির্বাচিত হন। ১৯৫৭ খ্রী পূর্ব-পাকিস্তান বিধান সভায় কোয়ালিশন পার্লামেন্টারি পার্টির চীফ হুইপ হয়েছিলেন। ১৯৬৫ খ্ৰী. পাক-ভারত যুদ্ধকালে কারারুদ্ধ হন। মুক্তি পেয়ে ‘জাতীয় গণমুক্তি দল’ গঠন করেন। ১৯৭০ খ্ৰী. সাধারণ নির্বাচনে তাঁর দল দ্বিতীয় স্থান অধিকার করে। ১৯৭১ খ্রী. মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করে পরামর্শদাতার ভূমিকা নেন। কাজে এসে ভারতে মৃত্যু।
পূর্ববর্তী:
« মুনীন্দ্র দেব রায়
« মুনীন্দ্র দেব রায়
পরবর্তী:
মুনীর চৌধুরী »
মুনীর চৌধুরী »
Leave a Reply