মুনিরুজামান মরহুম (ফেব্রু ১৯২৪ — মার্চ ১৯৭১) কাঁচেরকল–যশোহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যক্ষ মুনিরুজ্জামান পূর্ব-পাকিস্তানে মুক্তিযুদ্ধ-কালে পাক-বাহিনীর হাতে নিহত হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে এম.এস-সি পাশ করে ভারতের সংখ্যাতথ্য-কেন্দ্ৰে এক বছর চাকরি করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত-শাস্ত্রের অধ্যাপক-পদে বৃত হন। জানুয়ারী ১৯৪৮ খ্রী. তিনি পরিসংখ্যান বিভাগে যোগ দেন এবং ১৯৬৭ খ্রী. ঐ বিভাগের দায়িত্বভার গ্ৰহণ করে আমৃত্যু ঐ পদে অধিষ্ঠিত ছিলেন।
পূর্ববর্তী:
« মুজিবুর রহমান, বঙ্গবন্ধু
« মুজিবুর রহমান, বঙ্গবন্ধু
পরবর্তী:
মুনীন্দ্র দেব রায় »
মুনীন্দ্র দেব রায় »
Leave a Reply