মুক্তারাম বিদ্যাবাগীশ (? – ১-৪-১৮৬০ ) মলয়পুর-হুগলী। রামমোহন। সংস্কৃত কলেজের কৃতী ছাত্র এবং ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন। সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ ও কলিকাতা মাদ্রাসায় পণ্ডিতের পদে কাজ করেছেন। ১৮৪৩ খ্রী. ভুবনমোহন মিত্রের সহযোগিতায় বাংলা ভাষায় ছাত্ৰগণের উপযোগী ভূগোল রচনা করেন। ‘সংবাদপূৰ্ণচন্দ্ৰোদয়’ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর সম্পাদিত গ্ৰন্থ: ‘শ্ৰীশ্ৰীহরিভক্তিবিলাসঃ’ (সটীক), ‘আরবীয় উপাখ্যান’ (৫ খণ্ড), ‘শব্দাম্বুধি’, ‘অপূর্বোপাখ্যান’ (সচিত্র), ‘বেণীসংহার’, ‘শ্ৰীমদ্ভাগবত’, ‘নুতন অভিধান’, ‘আমরার্থদীধিতি’, ‘অন্নদামঙ্গল’ (সচিত্ৰ), ‘হিতোপদেশ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মুকুন্দলাল সরকার
« মুকুন্দলাল সরকার
পরবর্তী:
মুজতবা আলী, সৈয়দ »
মুজতবা আলী, সৈয়দ »
Leave a Reply