মুকুন্দরাম চক্রবর্তী, কবিকঙ্কণ (আনুমানিক ১৫৪৭ — ?) দামুন্যা-বর্ধমান। হৃদয় মিশ্র। মিশ্র তাদের নবাব-দত্ত উপাধি। মুসলমান ডিহিদার মামুদ সরিপের অত্যাচারে উৎপীড়িত হয়ে সম্ভবত ১৫৭৫ খ্রী. দামুন্যা ছেড়ে মেদিনীপুরের আরড়া গ্রামের বাঁকুড়া রায়ের কাছে গেলে তিনি তাঁর কবিত্ব-শক্তির পরিচয় পেয়ে তাকে নিজ পুত্রের শিক্ষাগুরু নিযুক্ত করেন। এখানেই বিদ্যালোচনায় মনোনিবেশ করে কিছুদিন পরে ‘চণ্ডীমঙ্গল’ কাব্যগ্রন্থ লিখে ‘কবিকঙ্কণ’ উপাধি পান। গ্রন্থের রচনাকাল সম্ভবত ১৫৯৪–১৬০৬ খ্রী. মধ্যে। করুণরসের এই গ্ৰন্থটি প্রাচীন সমাজের একটি সর্বাঙ্গসুন্দর আলেখ্য। অনাড়ম্বর কবিত্ব-শক্তির প্রসাদে তাঁর কাব্যে উপন্যাসের বর্ণনা-নৈপুণ্য, নাটকের ঘটনা-সঙঘাত এবং বিচিত্র জীবনরস প্রকাশলাভ করেছে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে তিনি বিশেষ উচ্চাসন অধিকার করে আছেন। ‘কলঙ্কভঞ্জন’, ‘দাতাকৰ্ণ’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা কবিচন্দ্ৰ তাঁর আগ্রজ।
পূর্ববর্তী:
« মুকুন্দদেব মুখোপাধ্যায়
« মুকুন্দদেব মুখোপাধ্যায়
পরবর্তী:
মুকুন্দলাল ঘোষ »
মুকুন্দলাল ঘোষ »
Leave a Reply