মুকুন্দদেব মুখোপাধ্যায় (? — ২৬-১-১৩২৯ ব) কলিকাতা। খ্যাতনামা ভূদেব মুখোপাধ্যায়। তিনি কান্যকুঞ্জে সংস্কৃত বিদ্যালয় স্থাপন করেন এবং বিহার ও উত্তর-পশ্চিম প্রদেশে হিন্দী ভাষার জনয ‘ভূদেব মেডেল’ দেওয়ার ব্যবস্থা করেন। পিতার প্রবর্তিত ‘বিশ্বনাথ বৃত্তি’ আজীবন রেখে গেছেন। পুত্রের স্মৃতিরক্ষার্থে ‘সোমদেব সৎকর্মভাণ্ডার’ স্থাপন করেন। গোকুণ্ড সমিতি স্থাপন তাঁর শেষ কীর্তি। স্ত্রীশিক্ষা-প্রবর্তনায় একান্ত পক্ষপাতী ছিলেন। স্বদেশের উন্নতিকল্পে স্থাপিত কলকারখানায় তাঁর অধিকাংশ শেয়ার ছিল। ম্যাজিস্ট্রেট পদ পেয়েছিলেন। সুসাহিত্যিক ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘সদালাপ’, ‘অনাথবন্ধু’, ও ‘ভূদেব চরিত’। মহিলা ঔপন্যাসিক অনুরূপা দেবী ও ইন্দিরা দেবী তাঁর কন্যা।
পূর্ববর্তী:
« মুকুন্দদাস, চারণকবি
« মুকুন্দদাস, চারণকবি
পরবর্তী:
মুকুন্দরাম চক্রবর্তী, কবিকঙ্কণ »
মুকুন্দরাম চক্রবর্তী, কবিকঙ্কণ »
Leave a Reply