মীরা দত্ত গুপ্ত (৫-১০-১৯০৬ -– ১৭-১-১৯৮৩) জৈনসার-ঢাকা। শরৎ কুমার দত্তগুপ্ত। বেথুন কলেজের কৃতী ছাত্রী। ১৯৩১ খ্ৰী. গণিতে প্ৰথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করে এম.এ. পাশ করেন। বিদ্যাসাগর কলেজে শিক্ষকতার কাজ শুরু। বিদ্যাসাগর মহিলা কলেজ শুরু হয় তখনই। তিনি তার উপাধ্যক্ষা হন। ছাত্রজীবনেই বিপ্লবী দলে যোগ দেন। বেঙ্গল ভলান্টিয়ার্স সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিপ্লবী হেমচন্দ্ৰ ঘোষের বিপ্লবী দলের কলিকাতা শাখার দায়িত্ব তাঁর উপরে ন্যস্ত হয়েছিল। ১৯৩৭ খ্রী. শরৎচন্দ্ৰ বসুর নির্দেশে আইনসভায় প্রবেশ করেন। ফরওয়ার্ড ব্লক গঠিত হলে তিনি এই দলের সদস্য হন। ১৯৪২ খ্রী. আগস্ট আন্দোলনে প্রচ্ছন্নভাবে কর্মলিপ্ত থাকেন এবং বহু অর্থ সংগ্রহ করে বিপ্লবীদের হাতে দেন। দেশের সাম্যবাদী আন্দোলনের সঙ্গেও তাঁর যোগ ছিল। দেশ স্বাধীন হবার পর মাত্র ১৭ জন ছাত্রী নিয়ে মাসিক ৫ টাকা বেতনে তিনি ‘সুরেন্দ্রনাথ মহিলা কলেজ’ শুরু করেন। ১৯৪৮–৭২ খ্রী। তিনি এই কলেজে ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সমিতির সঙ্গে তাঁর যোগ ছিল। ১৯৭৫ খ্রী. ভারতীয় মহিলা প্ৰতিনিধি দলের সদস্যা হিসাবে বার্লিনে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেন। দীর্ঘদিন ধরে শিশু অপরাধীদের দরদ দিয়ে বিচার করে সমাজে পুনর্বাসনের কাজও তিনি করেছেন। অধ্যাপনা, শিক্ষাবিস্তার, আর্তসেবা, বাস্তুহারাদের সাহায্য দান প্রভৃতি কাজে আজীবন লিপ্ত ছিলেন। দুবার তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হন।
পূর্ববর্তী:
« মীরমদন
« মীরমদন
পরবর্তী:
মীর্জা হুসেন আলী »
মীর্জা হুসেন আলী »
Leave a Reply