মীরমদন (? – ২৩-৬-১৭৫৭)। বঙ্গদেশের শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার সেনাপতি। প্ৰথমে তিনি হোসেন কুলি খাঁর ভ্রাতুষ্পুত্র হাসান উদ্দীন খাঁর অধিনে ঢাকায় নিযুক্ত ছিলেন। তাঁর কর্মতৎপরতার সংবাদ পেয়ে নবার সিরাজদ্দৌলা তাঁর সৈনাধ্যক্ষ মীরজাফরকে অপসারিত করে মীরমদনকে ঐ পদে নিযুক্ত করেন। ২৩-৬-১৭৫৭ খ্ৰী. পলাশীর যুদ্ধে তিনি ও তাঁর সহকারী মোহনলাল বীরত্বের সঙ্গে লড়াই করেন। শত্রুর কামানের গোলায় যুদ্ধক্ষেত্রে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« মীরজাফর খাঁ
« মীরজাফর খাঁ
পরবর্তী:
মীরা দত্ত গুপ্ত »
মীরা দত্ত গুপ্ত »
Leave a Reply