মীরজাফর খাঁ (? — জানু ১৭৬৫)। প্ৰথমজীবনে তিনি বাঙলার নবাব আলীবর্দীর সেনানায়ক ছিলেন। ১৭৪৭ খ্রী. আলীবর্দীকে হত্যার ষড়যন্ত্রে তাঁর সক্রিয় অংশ ছিল। সিরাজদ্দৌলার আমলে সেনাপতি হন। ঐতিহাসিক পলাশীর যুদ্ধে (২৩-৬-১৭৫৭) সিরাজের পতনে সাহায্য করে ইংরেজ কোম্পানীর অনুগ্ৰহে। ১৭৫৭ খ্ৰী. নবাব হন। কোম্পানীকে ক্ষতিপূরণের টাকা জোগানোর জন্য প্রজাদের উপর অত্যাচার করেন। ক্লাইভ বিলাতে গেলে ইংরেজদের অর্থদাবি মেটাতে অপারগ হওয়ায় ১৭৬০ খ্রী। তিনি সিংহাসনচ্যুত হন। ১৭৬৩ খ্রী. তদানীন্তন নবাব মীরকাশিমের সঙ্গে ইংরেজদের বিরোধ উপস্থিত হলে ইংরেজরা পুনরায় তাকে নবাব করেন। ব্রিটিশ রাজত্বের শেষদিন পর্যন্ত তাঁর বংশ মুর্শিদাবাদের নবাব বলে পরিচিত ছিল।
Leave a Reply