মীরকাশিম (? — ১৭৭৭)। মুর্শিদাবাদের নবাব মীরজাফরের কন্যা ফতেমাকে বিবাহ করে রাজদরবারে বিশিষ্ট পদলাভ করেন। পলাশীর যুদ্ধের পর মীরজাফরের আদেশে সিরাজকে বন্দী করেন। পরে ইংরেজদের সহায়তায় মীরজাফরকে পদচ্যূত করে সিংহাসনে বসেন। রাজত্বকাল ১৭৬০–১৭৬৩ খ্রী। তিনি প্রচুর অর্থদানের অঙ্গীকারে সিংহাসন পান, কিন্তু পরে না দিতে পেরে ইংরেজকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের জমিদারী প্ৰদান করেন। ইংরেজদের বিতাড়নের ইচ্ছায় মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। ইংরেজদের একচেটিয়া সুবিধা-বিনা শুল্কে বাণিজ্য-অধিকার-তিনি অন্যদেরও দান করেন। এতে ইংরেজ কোম্পানী ও কর্মচারিগণ ক্ষতিগ্ৰস্ত হয়। ফলে নবাবের সঙ্গে ইংরেজদের বিরোধ বাধে। ১৭৬৩ খ্রী. উভয়পক্ষে যুদ্ধ হলে নবাবের। সৈন্যগণ পরাজিত হয়। ১৭৬৪ খ্রী। তিনি দিল্লির সম্রাট শাহ আলম ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে মিলিত হয়ে বিহার আক্রমণ করেন, কিন্তু সম্পূর্ণরূপে পরাজিত হয়ে (২৩-১০-১৭৬৪) নিরুদ্দেশ্য হন। ঐ অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« মীর সৈয়দ সুলতান মাহি সওয়ার
« মীর সৈয়দ সুলতান মাহি সওয়ার
পরবর্তী:
মীরজাঙ্গু »
মীরজাঙ্গু »
Leave a Reply