মিহির ভট্টাচাৰ্য (১৯১৭ – ১৮-৮-১৯৭০)। বিশিষ্ট অভিনেতা। রঙ্গমঞ্চে ও চলচ্চিত্রে বহু ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত ছবির সংখ্যা শতাধিক। শিল্পী-জীবনের প্রথম দিকের কয়েকটি উল্লেখযোগ্য ছবি; ‘ছদ্মবেশী’, ‘বিজয়িনী’, ‘পথের দাবী’, ‘তটিনীর বিচার’, ‘তুমি আর আমি’, ‘পথের সাথী’, ‘শেষরক্ষা’। রঙ্গমঞ্চেও শিশিরকুমার ভাদুড়ী প্রযোজিত ‘বিপ্রদাস নাটকে দ্বিজদাসের ভূমিকায় তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। এছাড়াও রঙমহল ও ষ্টার রঙ্গমঞ্চের বহু নাটকের মুখ্য ভূমিকায় ছিলেন।
পূর্ববর্তী:
« মিস্কিন শাহ
« মিস্কিন শাহ
পরবর্তী:
মিয়াধন »
মিয়াধন »
Leave a Reply