মহেন্দ্ৰচন্দ্ৰ ভট্টাচাৰ্য, কাব্যতীর্থ, সাংখ্যার্ণব (১৮৭৭ – ৪-৭-১৯৭০) শিলচর-আসাম। মাধবচন্দ্র তর্কবাগীশ। শিলচর রাজকীয় উচ্চ ইংরাজী বিদ্যালয়ের প্রধানপণ্ডিত মহেন্দ্ৰচন্দ্ৰ। ১৯৫৫ খ্রী. মহেঞ্জোদাড়ো এবং হরপ্পার শিলালিপির পাঠোদ্ধারে সক্ষম হয়েছেন বলে দাবি করেন। রচিত গ্ৰন্থ : ‘তত্ত্বচন্দ্ৰিকা’, ‘সাহিত্যচর্চা’, ‘বৈদিক সমস্যা’, ‘শ্রীদুর্গার্চনচন্দ্রিকা’, ‘প্রবন্ধ কল্পলতা’, ‘Mohenjodaro Seals Deciphered’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মহেন্দ্ৰচন্দ্ৰ নন্দী, ডাঃ
« মহেন্দ্ৰচন্দ্ৰ নন্দী, ডাঃ
পরবর্তী:
মহেন্দ্ৰনাথ গুপ্ত, ‘শ্ৰীম’ »
মহেন্দ্ৰনাথ গুপ্ত, ‘শ্ৰীম’ »
Leave a Reply