মালতী শ্যাম (১৯০৬ — ৩০-১০-১৯৪৬) শিলচর-আসাম। রায়সাহেব দীননাথ দাস। শিলচরের লব্ধপ্ৰতিষ্ঠ ব্যবহারজীবী, সাহিত্যিক ও সাংবাদিক নগেন্দ্রনাথ শ্যামের পত্নী। সুরমা উপত্যকারী মহিলারা সর্বপ্রথম তাঁরই পরিচালনায় সমাজসেবার উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হন। ১৯৩২ খ্রী. থেকে পায়ে হেঁটে দুৰ্গম গ্ৰামাঞ্চলে গিয়ে মেয়েদের অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক প্রতিষ্ঠা, সাংস্কৃতিক উন্নয়ন এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য আন্দোলন গড়ে তোলেন। তাঁর ব্যবস্থাপনায় আসামের মেয়েরা প্ৰথম প্ৰকাশ্য রঙ্গমঞ্চে অভিনয় করেন। ১৯৩৮ খ্রী. শিলচর। নারীকল্যাণ সমিতি গঠন করেন। ১৯৪০ খ্রী. এই সমিতি নিখিল ভারত মহিলা সম্মেলনের অন্তর্ভুক্ত হয়।
পূর্ববর্তী:
« মালতী ঘোষাল
« মালতী ঘোষাল
পরবর্তী:
মালাধর বসু »
মালাধর বসু »
Leave a Reply