মালতী ঘোষাল (ডিসে ১৯০২ – ১৯-৭-১৯৮৪), কলিকাতা। ‘কুন্তলীন’-খ্যাত এইচ. বোস। সঙ্গীতকে পেশা না করেও যেসব মহিলা বঙ্গদেশে যশ ও খ্যাতি অর্জন করেছিলেন তিনি তাদের অন্যতম। পারিবারিক সাঙ্গীতিক ও সাংস্কৃতিক পরিবেশে শৈশব কেটেছে। ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয়ে তাঁর প্রথম সঙ্গীতে পাঠ অমলা দাশের কাছে। পিতা হেমেন্দ্রমোহন এক সময়ে রেকর্ড তৈরী করতেন। তাঁর কাছে রেকর্ডে গান দেবার জন্য যাঁরা আসতেন তাদের কাছে বেশ কিছু গান শেখার সুযোগ হয়েছিল তাঁর বালিকা বয়সে। এঁদের মধ্যে মানদাসুন্দরী দাসীর কাছে টপ্পা ও পূর্ণকুমারী দাসীর কাছে কীর্তন শেখেন। ক্রমে তাঁর তালিমী শিক্ষা শুরু হয়। বিভিন্ন সময়ে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্যামসুন্দর মিত্রের কাছে তালিম নেন। যন্ত্রসঙ্গীতেও শিক্ষাগ্ৰহণ করেন। ভাল সেতার বাজাতেন। ১৯৩৫ খ্রী. সুশান্ত ঘোষালের সঙ্গে বিবাহের পর করে সঙ্গীত চর্চা শুরু হয়। ঘরোয়া অনুষ্ঠান ও ব্রাহ্মসমাজের উপাসনার অঙ্গ হিসাবেই তাকে গান গাইতে দেখা যেত। স্বামীর সঙ্গে দ্বৈত কণ্ঠেও সমাজে গান গেয়েছেন। ১৯৪০ খ্ৰী ‘কে বসিলে আজি’ ও ‘হৃদয় বাসনা পূর্ণ হল’ দিয়ে তাঁর প্রথম রেকর্ড এবং ১৯৫২ খ্রী. ‘এ পরিবাসে রবে কে’ ও ‘যদি এ আমার হৃদয় দুয়ার’ দিয়ে দ্বিতীয় রেকর্ড প্রচারিত হয়। একক কষ্ঠের গাওয়া রবীন্দ্রনাথের এই চারখানি মাত্র গানই তাকে জনপ্রিয় করে তোলে। ১৯৫২ খ্রী. স্বামীর মৃত্যুর পর সঙ্গীতের সঙ্গে প্রায় সমস্ত বাইরের সম্পর্ক তিনি ছিন্ন করেন।
পূর্ববর্তী:
« মালকা জান, আগ্রাওয়ালী
« মালকা জান, আগ্রাওয়ালী
পরবর্তী:
মালতী শ্যাম »
মালতী শ্যাম »
Leave a Reply