মার্শম্যান, জন ক্লার্ক (১৮-৮-১৭৯৪ –- ৮-৭-১৮৭৭) ব্রডমিড–ইংল্যান্ড। পিতা জোশুয়া মার্শম্যানের সঙ্গে ১৭৯৯ খ্রী. বাঙলাদেশে আসেন। শ্ৰীরামপুরে বাল্যকাল কাটে। ১৮১৯ খ্রী. আনুষ্ঠানিকভাবে শ্ৰীরামপুরে ব্যাপটিস্ট মিশনের যাজক-সম্প্রদায়ভুক্ত হন। শ্ৰীরামপুর মিশনারী কলেজের পরিচালনা এবং ‘সমাচার দর্পণ’ ও ‘ফ্রেন্ড অফ ইণ্ডিয়া’ পত্রিকার সম্পাদনায় বিশেষ কৃতিত্ব দেখান। ১৮১৮ খ্রী. থেকে শ্ৰীীরামপুর মিশনের ছাপাখানার তত্ত্বাবধানের দায়িত্ব গ্ৰহণ করেন। ১৮২২ খ্ৰী. থেকে ১৮৫২ খ্ৰী. মিশনের সঙ্গে যুক্ত থাকেন। ব্রিটিশ পার্লামেন্টে ঈস্ট ইন্ডিয়া কোম্পানীর চার্টার পুনরায় অনুমোদিত হবার সময়ে তিনি একজন সাক্ষী হন। এ সময়ে ভারতীয় রেল, তার ও শিক্ষা-বিষয়ক অনুসন্ধান ও কার্যকরী প্ৰস্তাবের তিনি প্ৰধান উদ্যোক্তা ছিলেন। বাংলা, হিন্দী, ফারসী ও সংস্কৃত ভাষা খুব ভাল জানতেন। তাঁর রচিত গ্ৰন্থ: ‘ভারতবর্ষের ইতিহাস’ (দুই খণ্ড), ‘পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণী’ (১৮৩৩), ‘জ্যোতিষগোলাধ্যায়’, ‘সদগুণ ও বীর্যের ইতিহাস’ (১৮২৯), ‘ঈশপস ফেবলস’, ‘ক্ষেত্রবাগান বিবরণ’, ‘মরিচ গ্রামার’ (Murrays Grammar) প্রভৃতি। এছাড়া আইন-সম্পর্কিত বাংলায় লেখা তাঁর ১২টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। মাতা হ্যানা মার্শম্যান বাঙলার নারীশিক্ষা প্ৰচলনে প্ৰথম উদ্যোগী মহিলা। ভারতবর্ষ থেকে স্বদেশে ফিরে (১৮৫২)। তিনি ‘History of India’, ‘Outline of the History of Bengal’, ‘Life and Times of Carey, ‘Marshman and Ward’ প্রভৃতি গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« মামুনুর রশীদ
« মামুনুর রশীদ
পরবর্তী:
মার্শম্যান, জোশুয়া »
মার্শম্যান, জোশুয়া »
Leave a Reply