মায়া রায় (১৯০১ – ১৬-১-১৯৬১)। পিতা জগদীশচন্দ্ৰ সেনগুপ্ত ছিলেন বিখ্যাত কংগ্ৰেসকমী ও আসানসোলের প্রথম রেলওয়ে ধর্মঘটের (আনুমানিক ১৯২১) উদ্যোক্তা। পিতারব্যবসাস্থল মাদ্রাজের কনভেন্টে তাঁর শিক্ষা শুরু। কলিকাতার ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে প্ৰবেশিকা পাশ করে বেথুন কলেজের ছাত্রী অবস্থায় প্ৰসিদ্ধ শিল্পী। চারু রায়ের সঙ্গে বিবাহ হয় (১৯১৮)। চারু রায় চিত্ৰজগতে প্ৰবেশ করলে তিনিও তৎকালীন সামাজিক সংস্কার ও বিরোধিতা উপেক্ষা করে ‘সিরাজ ও আনারকলি’’ (ইংরেজী নাম ‘দি লাভস অফ এ মোগল প্রিন্স’) নির্বাক ছবিতে অভিনয় করে স্বামীর যোগ্য সহকর্মিণীর পরিচয় দেন। প্ৰথম সিনেমা পত্রিকা ‘বায়োস্কোপ’-এর পরিচালনা ও সম্পাদকীয় কার্যে স্বামীকে যথেষ্ট সহায়তা করেন। ইংরেজী ও বাংলা উভয় ভাষাতেই সমান দখল ছিল। ‘খেয়ালী’, ‘বায়োস্কোপ’, ‘দীপালী’ (ইংরেজী ও বাংলা), ‘নাচঘর’, ‘চিত্ৰপঞ্জী’, ইত্যাদি পত্রিকায় তাঁর প্রবন্ধ প্ৰকাশিত হত। ইংরেজী সাপ্তাহিক ‘দীপাবলী’র সম্পাদক ‘প্ৰথম অভিজাত বাঙালী মহিলা সিনেমা শিল্পী’-এই পরিচয়সহ তাঁর প্ৰবন্ধ প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« মাহ্মুদ
« মাহ্মুদ
পরবর্তী:
মিয়া সাহেব »
মিয়া সাহেব »
Leave a Reply