মানিক সেন (সেপ্টে. ১৯২০ – ১৯-৯-১৯৭৯) পিরোজপুর-বরিশাল। পিতা বিনোদবিহারী গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। কলিকাতায় এসে কৈশোরেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ম্যাট্রিক পাশ করার পর ১৯৩৮–৩৯ খ্রী. কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং ১৯৪২ খ্রী. পার্টির সভ্য হন। সেই সময় তিনি মায়া ইঞ্জিনিয়ারিং, অ্যালেন বেরী, জয়া ইঞ্জিনিয়ারিং, এম. সি. মৌজী প্রভৃতি কারখানায় শ্রমিক সংগঠনের কাজে অগ্রণী ভূমিকা নেন। ১৯৬৪ খ্রী. থেকে পার্টির কলিকাতা জেলা পরিষদের সম্পাদক-মণ্ডলীর সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« মানিক বন্দ্যোপাধ্যায়
« মানিক বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
মানিকচন্দ্ৰ »
মানিকচন্দ্ৰ »
Leave a Reply