মানিকলাল দত্ত। শ্ৰীরামপুর। সুবর্ণবণিক সমাজের দানশীল ব্যক্তি। ১৩৩৫ ব. বিভিন্ন সৎকাজে ব্যয় করার জন্য ৫ লক্ষ ৩২ হাজার টাকার সম্পত্তি উইল করে গেছেন। এই অর্থে কলিকাতা, হুগলী ও চুড়ার দুঃস্থ সুবর্ণবণিক পরিবারের সাহায্যের জন্য স্ত্রী প্রেমাবতীর নামে এন্ডাউমেন্ট ফান্ড গঠন, কারমাইকেল হাসপাতালে শিশুদের জন্য বিশ্বেশ্বর দত্ত ওয়ার্ড প্রতিষ্ঠা, শ্ৰীীরামপুর হাসপাতালে স্বনামে চক্ষু বিভাগ স্থাপন, কারমাইকেল মেডিক্যাল কলেজে সুবর্ণবণিক ছাত্রদের বিনাবেতনে শিক্ষার ব্যবস্থা, হুগলীতে নলকুপ খনন, চিত্তরঞ্জন সেবাসদনে বিনাব্যয়ে চিকিৎসার সুযোগলাভের উদ্দেশ্যে কয়েকটি শয্যার ব্যবস্থা প্রভৃতি সম্ভব হয়েছে।
পূর্ববর্তী:
« মানিকচন্দ্ৰ
« মানিকচন্দ্ৰ
পরবর্তী:
মানিকলাল শীল »
মানিকলাল শীল »
Leave a Reply