মানকুমার বসুঠাকুর (২৮-৬-১৯২০ – ২৭-৯-১৯৪৩) ঢাকা। ভূপতিমোহন। ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে যোগদান করে সৈন্যবিভাগের ১৩ টি বিভাগীয় পরীক্ষায় প্রথম হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চতুর্থ মাদ্রাজ উপকূল বাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ দেখা গিয়েছে-সামরিক। দপ্তরের গোপন সূত্রে প্রাপ্ত এই সংবাদে সামরিক পুলিস ১৮-৪-১৯৪৩ খ্রী. মানকুমার সহ ১২ জন সৈনিককে গ্রেপ্তার করে। যুদ্ধে বাধা সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে বিচারে মানকুমার এবং আরও ৮ জনের মৃত্যুদণ্ডাদেশ হয় (৫০৮-১৯৪৩)। তারা ‘বন্দেমাতরম’ ধ্বনি ও পরস্পরকে আলিঙ্গন করে সহাস্যবদনে মাদ্রাজ দুর্গে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« মাধবেন্দ্র পুরী
« মাধবেন্দ্র পুরী
পরবর্তী:
মানকুমারী বসু »
মানকুমারী বসু »
Leave a Reply