মাধব, দ্বিজ (১৬শ শতাব্দী)। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা দ্বিজ মাধব মুকুন্দরামের পূর্ববর্তী ছিলেন। তাঁর পুথি কেবলমাত্র পূর্ববঙ্গ, বিশেষত চট্টগ্রাম অঞ্চলেই আবিষ্কৃত হয়েছে। কিন্তু তাঁর আত্মপরিচয় থেকে জানা যায়, তিনি পশ্চিমবঙ্গের সপ্তগ্রামের অধিবাসী ছিলেন। তিনি সম্ভবত পূর্ববঙ্গে গিয়ে বসতি স্থাপন করেছিলেন। তাঁর রচনা অনুসরণ করে পূর্ববঙ্গে চণ্ডীমঙ্গল রচনার একটি নিজস্ব ধারার সৃষ্টি হয়েছিল।
পূর্ববর্তী:
« মাধব দত্ত
« মাধব দত্ত
পরবর্তী:
মাধবচন্দ্র তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায় »
মাধবচন্দ্র তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায় »
Leave a Reply