মাধবদাস বাবাজী, মাধো বাবাজী (১৮২৪ – ২০-৬-১৯০০)। পিতা সাধুচরণ সস্ত্রীক তীর্থযাত্রায় বেরিয়ে প্ৰয়াগে থেকে যান এবং সেখানেই মাধবদাসের জন্ম হয়। তাঁর মাতা চৈতন্যদেবের বংশজাতা ছিলেন। ১৮৩৩ খ্রী. এলাহাবাদে নবপ্রতিষ্ঠিত ইংরেজী স্কুলে ভর্তি হয়ে তিনি জ্যোতির্বিদ্যা, জ্যামিতি ও বীজগণিতে যথেষ্ট পারদর্শিতা লাভ করেন। ১৮৪৪ খ্রী. থেকে ১৮৪৯ খ্রী পর্যন্ত তিনি লক্ষ্ণৌ মানমন্দিরের রাজজ্যোতির্বিদ কর্নেল উইলকক্সের অধীনে কাজ করেন। অযোধ্যা ইংরেজ রাজ্যভুক্ত হলে তিনি ট্রেজারিতে কাজ করেন। এই সময় অযোধ্যায় সিপাহী বিদ্রোহ দেখা দেয়। তিনি তখন অধ্যাত্মবিদ্যা ও যোগবিদ্যা শিক্ষা করেন এবং পেন্সন নিয়ে কার্যত্যাগ করে মন্ত্রদীক্ষা দিতে থাকেন। সকল ধর্মের লোকই তাঁর শিষ্য ছিলেন। এলাহাবাদে তাঁর আবাসস্থল ‘মাধো কুঞ্জ’ নামে খ্যাত। তাঁর সঙ্গে এই কুটিরে বিজয়কৃষ্ণ গোস্বামী এবং বিবেকানন্দ সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি সকল ধর্মমতের আলোচনা করে ‘The Unitarian’ নামে একখানি গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« মাধবচন্দ্ৰ চট্টোপাধ্যায়
« মাধবচন্দ্ৰ চট্টোপাধ্যায়
পরবর্তী:
মাধবী দাসী »
মাধবী দাসী »
Leave a Reply