মাধবচন্দ্র তর্কসিদ্ধান্ত (১৭৮৩ — ১৮৬৫) নবদ্বীপ। বিশ্বেশ্বর বিদ্যাবাচস্পতি। প্ৰসিদ্ধ গ্ৰন্থকার মাধবচন্দ্ৰ বিচারমল্ল ছিলেন না, তবে অধ্যাপনাগুণে তিনি সুবিখ্যাত শ্রীরাম শিরোমণির প্রতিপক্ষরূপে নৈয়ায়িক-সমাজে প্রচুর প্ৰতিষ্ঠা লাভ করেছিলেন। তাঁর শক্তিবাদটীকা ‘মাধবী’ নামে প্রসিদ্ধ। যুগোপযোগী পাণ্ডিত্যের চূড়ান্ত নিদর্শন তাঁর ‘ন্যায়পত্রী’। তাঁর অন্যান্য গ্ৰন্থ : ‘কারকচক্রবিবৃতি’, ‘কাব্যমালিকা’, ‘হাস্যার্ণবটীকা’, ‘মুগ্ধবোধটীকা’ প্রভৃতি। তিনি শঙ্করপুত্র শিবনাথ বাচস্পতির ছাত্র ও প্রথম জীবনে নলডাঙ্গারাজের সভাপণ্ডিত ছিলেন। ১২৪৬ ববর্ধমানরাজের বিখ্যাত ‘ন্যায়শাস্ত্রের বিদ্যালয়ে’ পণ্ডিত নিযুক্ত হন। তবে শেষ পর্যন্ত তিনি নবদ্বীপেই অধ্যাপনা করেন। শ্ৰীরাম শিরোমণি রোগগ্ৰস্ত হওয়ায় তাঁর স্থলে নবদ্বীপরাজ শ্ৰীশচন্দ্র তীকে প্রাধান্যপদে নিয়োগ করেন (১২৬১ বঙ্গাব্দ)। ১০/১১ বছর তিনি নবদ্বীপ-সমাজের ‘প্ৰধান’ নৈয়ায়িক ছিলেন। প্ৰায় ৫০ বছর অধ্যাপনা করেন।
পূর্ববর্তী:
« মাধবচন্দ্র তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায়
« মাধবচন্দ্র তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায়
পরবর্তী:
মাধবচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
মাধবচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
Leave a Reply