মাধবচন্দ্র তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায়। কালীকচ্ছ-ত্রিপুরা। মহেশ্বর চক্রবর্তী। বিক্রমপুরে (ঢাকা) কলাপ-ব্যাকরণ ও কাব্য অধ্যয়নের পর নবদ্বীপে শিবনাথ শিরোমণির নিকট ন্যায়শাস্ত্র শিক্ষা সম্পূর্ণ করে ‘তর্কচূড়ামণি’ উপাধি লাভ করেন। তারপর স্বগ্রামে ও পরে ঢাকার সূত্রপুর অঞ্চলে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা করেন। অনেক বছর পরে তিনি কলিকাতায় হাতিবাগান অঞ্চলে ‘চতুষ্পাঠী খুলে আমৃত্যু বহু ছাত্রকে সংস্কৃত ব্যাপৃত থাকেন। ১৯১১ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন। তাঁর প্রণীত ‘একাদশী মাহাত্ম্যচন্দ্ৰিকা’ এবং টীকা ও বঙ্গানুবাদসহ ‘শ্ৰীহরিভক্তিবিলাস’ পুস্তক ১৩০৩ বৰ্ণ ঢাকা থেকে প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« মাধব, দ্বিজ
« মাধব, দ্বিজ
পরবর্তী:
মাধবচন্দ্র তর্কসিদ্ধান্ত »
মাধবচন্দ্র তর্কসিদ্ধান্ত »
Leave a Reply