মাতঙ্গিনী হাজরা (১৭-১১-১৮৭০ – ২৯-৯-১৯৪২) হোগলা—মেদিনীপুর। ঠাকুরদাস মাইতি। স্বামী—ত্ৰিলোচন হাজরা। ১৮ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন। ২৬ জানুয়ারী ১৯৩২ খ্রী. স্থানীয় কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের পর শোভাযাত্রা বার করলে তিনি শোভাযাত্রায় যোগ দেন। এই বছরই আলিনান লবণ-কেন্দ্ৰে লবণ প্ৰস্তুত করে আইন অমান্য করেন। পুলিস তাকে গ্রেপ্তার করে পায়ে হাঁটিয়ে বহুদূর পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়। এরপর চৌকিদারী ট্যাক্স বন্ধ আন্দোলনে যোগ দিয়ে শোভাযাত্রা বার করেন এবং ‘গভর্নর ফিরে যাও’ ধবনি দেওয়ায় ৬ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে বহরমপুর জেলে বন্দী থাকেন। ১৯৩৩ খ্রী. মহকুমা কংগ্রেস কমিটি অবৈধ থাকাকালীন তমলুকে মহকুমা কংগ্রেস সম্মেলনে ও ১৯৩৯ খ্রী. মেদিনীপুর জেলা কংগ্রেস মহিলা-সম্মেলনে প্ৰতিনিধিরূপে যোগদান করেন। আশপাশের গ্রামে কলেরা, বসন্ত প্ৰভৃতি হলে সেবা করতেন। এজন্য লোকে তাঁকে ‘গান্ধীবুড়ী’ বলত। ‘ভারত-ছাড়’ আন্দোলনে তিনি এক বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে থানা দখল করতে যান। ইংরেজ সৈন্যদল গুলি চালাতে শুরু করলে স্বেচ্ছাসেবক বাহিনী ছত্ৰভঙ্গ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে তিনি অকম্পিতপদে অগ্রসর হলেন। পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« মাণিক্যচন্দ্র তর্কভূষণ
« মাণিক্যচন্দ্র তর্কভূষণ
পরবর্তী:
মাতলা সাঁতাল »
মাতলা সাঁতাল »
Leave a Reply