মাণিক্যচন্দ্র তর্কভূষণ (১৮শ শতাব্দী)। পিতা বন্দ্যবংশীয় রামবল্লভ নৈহাটির সুবিখ্যাত ভট্টাচাৰ্যবংশের আদিপুরুষ এবং নদীয়া-রাজ রঘুরামের দানভাজন ছিলেন। মাণিক্যচন্দ্ৰও হালিশহরের সাবর্ণচৌধুরী সন্তোষ রায় এবং রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে বহু ভূমি দান পেয়েছিলেন। নব্যন্যায়ের একজন প্ৰসিদ্ধ পত্রিককার ছিলেন। তাঁর উদ্ভাবিত নূতন পদ্ধতি আয়ত্ত করার জন্য বহু প্ৰতিভাশালী ছাত্র তাঁর কাছে পাঠ গ্ৰহণ করতে আসতেন। রাজা নবকৃষ্ণের সভায় সপ্তাহব্যাপী যে বিচার হয়েছিল, তাতে অগ্রণী হয়ে তিনি বহুসহস্র টাকা পুরস্কার পেয়েছিলেন। পুত্ৰ শ্ৰীনাথের হত্যাকাণ্ডে (১৮০৯) মৰ্মাহত হয়ে তিনি প্ৰায় ১০০ বছর বয়সে দেহত্যাগ করেন।
পূর্ববর্তী:
« মাখনলাল সেন
« মাখনলাল সেন
পরবর্তী:
মাতঙ্গিনী হাজরা »
মাতঙ্গিনী হাজরা »
Leave a Reply