মাখনলাল রায়চৌধুরী (৫-১-১৯০০ – ২৮-৬-১৯৬২), করপাড়া-নোয়াখালী। প্ৰখ্যাত আইনবিদ মহিমচন্দ্র। ঐতিহাসিক মাখনলাল বিশিষ্ট শিক্ষাবিদ, ক্ৰীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী হিসাবেও খ্যাতিমান ছিলেন। নোয়াখালীর জুবিলী হাই স্কুল থেকে বৃত্তিসহ প্ৰবেশিকা পরীক্ষা পাশ করেন। ঢাকা কলেজে বি-এ ক্লাশে পড়ার সময় গান্ধীজীর অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ায় কলেজ থেকে বিতাড়িত হন। পরে ১৯২২ খ্রী. বি-এ, এবং প্রেসিডেন্সী কলেজ থেকে ইতিহাসে প্ৰথম শ্রেণীতে এম.এ. পাশ করেন। ইতিমধ্যে আইন পরীক্ষাতেও উত্তীর্ণ হন। ঐতিহাসিক যদুনাথ সরকারের অধীনে কিছুদিন গবেষণা করেন। কর্মজীবনের শুরু পাটনা কলেজে। ভাগলপুর টি.এন.জে. কলেজে অধ্যাপনাকালে অধ্যাপক খোদাবক্সের অধীনে ‘দীন ইলাহি’র ওপর গবেষণা কাৰ্য করে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি এবং ১৯৩৪ খ্রী. ‘মওয়াট’ স্বর্ণপদক লাভ করেন। ১৯৩৭ খ্রী.বারাণসীর ওরিয়েন্টাল কলেজ তাকে ‘শাস্ত্রী’ উপাধি দান করে। ‘State and Religion in Mughal India’ নিবন্ধের জন্য ১৯৪১ খ্রী. ডি.লিট. উপাধি পান। ১৯৪২ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ঐশ্লামিক ইতিহাস বিভাগ খোলা হলে তিনি তাঁর অধ্যাপক হয়ে আসেন। ১৯৪৪ খ্রী.‘ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ’ নিয়ে কায়রো আল-আজ-হর বিশ্ববিদ্যালয়ে যান। ১৯৪৮ খ্রী. ‘Music in Islam’ গ্রন্থের জন্য গ্রিফিথ পুরস্কার লাভ করেন। ঐ সময় আরবী ভাষায় ‘ভগবদগীতার অনুবাদ তিনিই প্রথম করেন। এরপর তিনি মিশরের রাজকীয় বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য সংস্কৃতির অধ্যাপক নিযুক্ত হন। এই বিশ্ববিদ্যালয়ের ডেলিগেশনের সভ্যরূপে তিনি মধ্যপ্রাচ্যের বহু দেশ ভ্ৰমণ করেন। ১৯৫০ খ্রী. দেশে ফিরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ১৯৫৭ খ্ৰী. ঐশ্লামিক বিভাগের প্রধান অধ্যাপকের পদ লাভ করেন। ‘আরবী সাহিত্যের উপর সংস্কৃতের প্রভাব’ (ইংরেজীতে) শীৰ্ষক প্ৰবন্ধ রচনা করে স্যার আশুতোষ স্বর্ণপদক লাভ করেন। সাহিত্যকর্মে এবং সাহিত্যের আলোচনায় তাঁর বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘জাহানারার আত্মকাহিনী’, ‘শরৎ-সাহিত্যে পতিতা’, ‘বিশ্বের বিখ্যাত পত্রাবলী’, ‘আরব শিশুর কাহিনী’, ‘ভারতবর্ষ পরিচয়’, ‘Romance of Afganisthan’, ‘Egypt in 1945’ প্রভৃতি। ক্রীড়ানুরাগী ছিলেন। আইএফ.এ. ফুটবল প্রতিযোগিতায় তিনি কয়েকবার খেলেছেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের অধ্যক্ষ ছিলেন। মুঙ্গেরের ভূমিকম্পের সময় ও পঞ্চাশের মন্বন্তরে তাঁর সেবাকার্য উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« মাখনলাল ঘোষ
« মাখনলাল ঘোষ
পরবর্তী:
মাখনলাল সেন »
মাখনলাল সেন »
Leave a Reply