মাখনলাল ঘোষ (১৯০১ – ২৯-১২-১৯১৯) আলমবাজার-চব্বিশ পরগনা। অক্ষয়কুমার। পনরো বছরের এই কিশোরকে মার্চ ১৯১৬ খ্রী. পুলিস কলিকাতার উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করে রাজনৈতিক ডাকাতি মামলার আসামী বলে আদালতে হাজির করে। বিচারে খালাস পেলেও ভারতরক্ষা বিধানে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে বাঙলার বিভিন্ন জেল ও অস্বাস্থ্যকর গ্রামে তাঁকে অন্তরীণ রাখা হয়। পুলিসী অত্যাচার ও চরম অবহেলার ফলে তাঁর মৃত্যু ঘটে। সরকারী পত্রে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে।
পূর্ববর্তী:
« মহেশ্বর মাইতি
« মহেশ্বর মাইতি
পরবর্তী:
মাখনলাল রায়চৌধুরী »
মাখনলাল রায়চৌধুরী »
Leave a Reply