মোক্ষদাচরণ সামাধ্যায়ী (১২৭৪ – ৮-৮-১৩৩১ ব)। পাইকপাড়া-বিক্রমপুর, ঢাকা। পিতা শ্যামাচরণ খাসনবীশ ‘সন্ধ্যা’ পত্রিকার ম্যানেজার ছিলেন ও অনেক গ্ৰন্থ প্ৰণয়ন করেন। মোক্ষদাচরণ কাশীধামে বেদ অধ্যয়ন করে ‘সামাধ্যায়ী’ উপাধি পান। স্বদেশী আন্দোলনের প্রথম যুগে রাজনীতিতে অংশগ্রহণ করেন। সুবক্তা ছিলেন। পরে রাজনীতি থেকে সরে এসে ত্ৰিবেণীতে সমাজ-সংস্কারের কাজে ব্ৰতী হন। সাপ্তাহিক ‘ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« মোঃ আফছার আলী (মা)
« মোঃ আফছার আলী (মা)
পরবর্তী:
মোক্ষদায়িনী দেবী »
মোক্ষদায়িনী দেবী »
Leave a Reply