মহেশচন্দ্ৰ মুখোপাধ্যায় (১৮২৮ — ১৯০৫) ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তাঁর মত পাঞ্জাবী (শোরী মিঞা) টপ্লার বাঙালী গায়ক অল্প ছিল। বারাণসীর পণ্ডিত রামকুমার মিশ্র এবং শিউসহারের কাছে পশ্চিমী রীতির টপ্পা শেখেন। তাঁর প্রথম জীবনের পৃষ্ঠপোষক ছিলেন পাথুরিয়াঘাটার রাজা যতীন্দ্রমোহন ঠাকুর এবং পরবর্তী জীবনে মসজিদ বাড়ী স্ট্রীটের সুবিখ্যাত গুহ পরিবার। তাঁর রচিত পাঁচটি গান পাওয়া যায়। পূর্ণাঙ্গ পশ্চিমী টপ্পার অনুশীলন করলেও বাংলা টপ্পা গাওয়া বন্ধ করেন নি। স্বরচিত বাংলা টপ্পা প্রায়ই গাইতেন। সিন্ধুড়ার টপ্লায় যশস্বী ছিলেন। ১৮৭৫ খ্ৰী. প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড কলিকাতায় এলে তাঁর সংবর্ধনায় বেলগাছিয়া ভিলার অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করেন।
পূর্ববর্তী:
« মহেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« মহেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
মহেশ্বর মাইতি »
মহেশ্বর মাইতি »
Leave a Reply