মহেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়। গুপ্তিপাড়া-হুগলী। বদনচন্দ্ৰ। হুগলী কলেজ, স্মিথস জমিনদারী স্কুল, হুগলী কলেজ (অ্যাংলো পোরশীয়ান বিভাগ), হিন্দু স্কুল প্রভৃতি শিক্ষা-প্ৰতিষ্ঠানের প্রধানশিক্ষক এবং প্রেসিডেন্সী কলেজে ইংরেজী সাহিত্যের প্রথম ভারতীয় অধ্যাপক (১৮৬৯ – ৭৪) ছিলেন। ১৮৬৭ খ্রী. Higher Graded Service-এ মহেশচন্দ্র, তাঁর অগ্রজ ঈশানচন্দ্র এবং ভূদেব মুখোপাধ্যায়—মাত্র এই তিনজন ভারতীয় ছিলেন। লেখক হিসাবেও তিনি দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন। ‘বেথুন সোসাইটি’র সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« মহেশচন্দ্ৰ ন্যায়রত্ন, মহামহোপাধ্যায়
« মহেশচন্দ্ৰ ন্যায়রত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
মহেশচন্দ্ৰ মুখোপাধ্যায় »
মহেশচন্দ্ৰ মুখোপাধ্যায় »
Leave a Reply