মহেশচন্দ্র বড়ুয়া (১৯০৮ — জানু ১৯৩৮) সাতগড়িয়া-চট্টগ্রাম। গৌরকিশোর। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে ও ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন। গুপ্ত বিপ্লবী দলের সভ্য ছিলেন। ১৯৩৩ খ্রী. বাথুয়া রাজনৈতিক ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডিত হয়ে আন্দামান জেলে প্রেরিত হন। ১৯৩৬ খ্রী. তাঁকে রাজশাহী জেলে স্থানান্তরিত করা হয়। সেখানেই মারা যান।
পূর্ববর্তী:
« মহেশ সরকার
« মহেশ সরকার
পরবর্তী:
মহেশচন্দ্র ভট্টাচার্য »
মহেশচন্দ্র ভট্টাচার্য »
Leave a Reply