মহেশচন্দ্ৰ ঘোষ ১ (১৮০৩? — ১৮৫৮) মহেশপুর—চব্বিশ পরগনা। ‘মহেশ কাণা’ নামে সমধিক প্ৰসিদ্ধ ছিলেন। জন্মান্ধতা এবং পিতারঅসচ্ছল অবস্থার জন্য শিক্ষার সুযোগ পান নি। নিকটবতী টোলে ছাত্রদের পাঠ শুনে রামায়ণ, মহাভারত ও অমরকোষ মুখস্থ করেন। তাঁর এই প্ৰতিভা দেখে টোলের অধ্যাপক তাকে অত্যন্ত যত্নের সঙ্গে শিক্ষা দেন। এই সময় থেকে তিনি। সঙ্গীত-রচনা করেন। ক্রমে কবিয়ালগণের মধ্যে পরিচিত হয়ে কবিগানে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন। শেষ-জীবনে কলিকাতার ছাতুবাবু ও লাটুবাবুর আশ্রয়ে ছিলেন।
মহেশচন্দ্ৰ ঘোষ ২ (২৯-৫-১৮৬৮ – ১২-৬-১৯৩০) পাবনা। রামজয়। কলিকাতার সিটি কলেজ থেকে এফ.এ. ও বি-এ পাশ করেন। বর্ধমানের নিউ স্কুলে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। হাজারীবাগ সরকারী বিদ্যালয়ে সহকারী প্ৰধানশিক্ষকরূপে কৰ্মজীবনের অবসান। অগ্রজ রাধাচরণ ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করলে তিনি তাঁর অনুগামী হন। চিরকুমার মহেশচন্দ্ৰ বহুভাষাবিদ ও দর্শনশাস্ত্ৰে সুপণ্ডিত ছিলেন। বেদ, উপনিষদ, পুরাণ, বৌদ্ধশাস্ত্র, খ্ৰীষ্টতত্ত্ব প্রভৃতিতে তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল। ধর্মতত্ত্ব, ইতিহাস, প্রাচ্য ও প্রতীচ্য দর্শন প্রভৃতি নানা বিষয়ে তাঁর বহু মৌলিক প্ৰবন্ধ নানা পত্র-পত্রিকায় ছড়িয়ে আছে। বুদ্ধপ্রসঙ্গ তাঁর প্রবন্ধ-সংকলন। হোমিওপ্যাথ ছিলেন এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করতেন। প্ৰাচ্যধর্ম তথা দর্শনশাস্ত্রে পাণ্ডিত্যের জন্য তাকে ‘বেদান্তরত্ন’ উপাধি দেওয়া হয়।
পূর্ববর্তী:
« মহেশচন্দ্র সরকার
« মহেশচন্দ্র সরকার
পরবর্তী:
মহেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
মহেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
Leave a Reply