মহেন্দ্ৰলাল বিশ্বাস। কোধুরখিল—চট্টগ্রাম। চট্টগ্রাম জেলায় যুববিদ্রোহ সংঘটনের পর থেকে তাঁর বাড়ি বিপ্লবীদের আশ্রয়স্থল হয়ে ওঠে। তাঁর দুই পুত্ৰ সুরেশ ও বিমল বিপ্লবী দলে যোগ দেন। ব্রিটিশ বাহিনীর হাত থেকে বিপ্লবীদের বাঁচানোর জন্য দিনরাত পাহারা দিতেন। বহুবার বাড়ি তল্লাশী করেও পুলিস কাউকে ধরতে পারে নি। অবশেষে ১৯৩৬ খ্রী. তাকে গ্রেপ্তার করা হয়। জেলে অনশন করে তিনি প্ৰাণ উৎসর্গ করেন।
পূর্ববর্তী:
« মহেন্দ্ৰনাথ সরকার, ড.
« মহেন্দ্ৰনাথ সরকার, ড.
পরবর্তী:
মহেন্দ্ৰলাল সরকার, ডাঃ সিআইই »
মহেন্দ্ৰলাল সরকার, ডাঃ সিআইই »
Leave a Reply