মহেন্দ্ৰনাথ সরকার, ড. (১৮৮২ – ৬-৪-১৯৫৪) ১৯০৯ খ্রী. এম.এ পাশ করে সংস্কৃত কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৩৩ খ্রী. প্রেসিডেন্সী কলেজে ও পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপনা করেন। এছাড়া ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপনা ও অধ্যয়নের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ১৯৪৭ খ্রী. কাশী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নিখিল ভারত দর্শন মহাসম্মেলনে সভাপতিত্ব করেন। রচিত গ্ৰন্থ: ‘উপনিষদের আলো’, ‘তন্ত্রের আলো’, ‘যোগ পরিচয়’, ‘সিস্টেম অব বেদান্তিক থট এন্ড কালচার’, ‘হিন্দু মিস্টিসিজম’, ‘ঈস্টার্ন লাইটস’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মহেন্দ্ৰনাথ রায়
« মহেন্দ্ৰনাথ রায়
পরবর্তী:
মহেন্দ্ৰলাল বিশ্বাস »
মহেন্দ্ৰলাল বিশ্বাস »
Leave a Reply