মহেন্দ্ৰনাথ বসু (১৮৩৮ – ১৭-২-১৯১৫) হালিশহর-হুগলী। ডাঃ আলেকজান্ডার ডাফের কাছে ফ্রী চার্চ ইনস্টিটিউশনে শিক্ষালাভকালে খ্ৰীষ্টধর্মের প্রতি অনুরক্ত হন। পরে কেশবচন্দ্রের প্রভাবে ব্ৰাহ্মসমাজে যোগ দেন। ১৮৬৫ খ্রী. প্রচারকব্ৰত নেন। প্ৰথমে তাকে ‘ইন্ডিয়ান মিরর’ ও ‘ধর্মতত্ত্ব পত্রিকা’ এবং মিশনের মুদ্রাযন্ত্রের পরিচালনার ভার দেওয়া হয়। কিছুদিন ‘সুলভ সমাচার’ পত্রিকা সম্পাদনা করেন। অবসর মত কেশবচন্দ্রের সঙ্গে বঙ্গদেশ, বিহার ও উত্তরপ্রদেশে প্রচারে যান। পাঞ্জাবে তাকে শিখধর্ম শিক্ষার জন্য পাঠানো হয়। তিনি মূল ‘গ্রন্থসাহেব’ পাঠ করে ‘নানক প্রকাশ’ বইটি দুই খণ্ডে প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« মহেন্দ্ৰনাথ দাশ মজুমদার
« মহেন্দ্ৰনাথ দাশ মজুমদার
পরবর্তী:
মহেন্দ্ৰনাথ রায় »
মহেন্দ্ৰনাথ রায় »
Leave a Reply