মহেন্দ্র গুপ্ত (২৭-১-১৯১০ – ১১-১১-১৯৮৪) ফরিদপুর। প্ৰখ্যাত নাট্যকার, মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক। ইতিহাসে এম.এ. পাশ করে কলেজে অধ্যাপনা-কালে নাটক রচনা শুরু করেন। ১৯৩৭ খ্রী. তাঁর নাটক প্রথম মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়। ১৯৪০ খ্রী. নাটক পরিচালক হিসাবে স্টার থিয়েটারে আসেন। মাঝে কিছুদিন অন্যান্য থিয়েটারে কাজ করলেও শেষ পর্যন্ত ষ্টার-এর সঙ্গেই যুক্ত ছিলেন। দিল্লীতে এক ইনসিওরেন্স কোম্পানীতে কর্মরত অবস্থায় নির্মলেন্দু লাহিড়ীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাঁর নাটক ‘কঙ্কাবতীর ঘাট’, ‘টিপু সুলতান’, ‘মহারাজা নন্দকুমার’-এর পরিচালক তিনিই ছিলেন প্রথম দিকে। শেষোক্ত নাটকটির জন্য তাঁর জেল হয়েছিল। ১৯৪৭ খ্রী ’স্বৰ্গ হতে বড়’ নাটকটিতে প্ৰথম অভিনেতা হিসাবে মঞ্চে অবতরণ করেন। ১৯৫৫ খ্রী. মিনার্ভা থিয়েটারে যোগ দিয়ে তিনটি নাটক পরিচালনা ও তাতে অভিনয় করেন। রঙমহল থিয়েটারে যোগ দিয়ে নির্মলেন্দু লাহিড়ীর সঙ্গে ‘দেবী দুর্গা’ নাটকে অভিনয় করেন। ১৯৬২ খ্রী.’সপ্তপর্ণ’ নামে তিনি নিজের দল গঠন করে জেলায় জেলায় থিয়েটার অনুষ্ঠান করতেন। নিজের দল তৈরি করলেও অন্যান্য পরিচালক, বিশেষ করে দেবনারায়ণ গুপ্তের অধীনে অভিনেতা হিসাবে কাজ করে গেছেন। চলচ্চিত্ৰতেও অভিনয় করেছেন। ‘অমর প্রেম’ ছবির ডাইরেক্টর ছিলেন (১৯৫২)। শেষ জীবনে যাত্রায়ও যোগ দিয়েছিলেন। রচিত। অন্যান্য উল্লেখযোগ্য নাটক : ‘উত্তরা’, ‘অভিযান’, ‘শতবর্ষ আগে’, ‘হায়দর আলি’, ‘মাইকেল মধুসূদন’, ‘অভিশপ্ত গন্ধৰ্ব’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মহীন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
« মহীন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
পরবর্তী:
মহেন্দ্রনাথ দে »
মহেন্দ্রনাথ দে »
Leave a Reply