মহীন্দ্ৰনাথ মুখোপাধ্যায় (১৮৭৩ — ১৯১৮) কলিকাতা। প্ৰসিদ্ধ ধ্রুপদী। ১৮৮৬/৮৭ খ্রী. থেকে তিনি রাধিকাপ্ৰসাদ গোস্বামীর কাছে একাদিক্ৰমে সঙ্গীত শিক্ষা করে মধুরকণ্ঠ ধ্রুপদী বলে কলিকাতার সঙ্গীতসমাজে গণ্য হন। তাঁর শিষ্যদের মধ্যে ভূতনাথ বন্দ্যোপাধ্যায়, যোগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতির নাম উল্লেখযোগ্য। তাঁর পুত্র ললিতচন্দ্রও (১৮৯৮–১৯৪৪) সঙ্গীতজ্ঞ ছিলেন। সেকালের অনেক নিষ্ঠাবান ধ্রুপদীর মত তিনিও ৩ মিনিটের গ্রামোফোন রেকর্ডে তাঁর সঙ্গীতসাধনাকে আবদ্ধ করে রাখতে চান নি।
পূর্ববর্তী:
« মহীতোষ রায়চৌধুরী
« মহীতোষ রায়চৌধুরী
পরবর্তী:
মহেন্দ্র গুপ্ত »
মহেন্দ্র গুপ্ত »
Leave a Reply