মহিমচন্দ্র সরকার, রায়বাহাদুর (১৮৫২ — ১৯১৮) মালঞ্চী-পাবনা। মোহনলাল। আলীপুরের সাবজজ ছিলেন। ১৯১০ খ্রী. অবসর নিয়ে এম. সি. সরকার অ্যান্ড সন্স নামে পুস্তক-বিপণি প্রতিষ্ঠা করে আইন পুস্তক প্ৰকাশনে উদ্যোগী হন। তিনি নিজেও কয়েকটি আইন-বিষয়ক পুস্তক রচনা করেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য: ‘Law of Evidence’, ‘Civil Procedure Code’, ‘Specific Relief Act’, ‘Land Acquisition Act’, ‘Civil Court Practice and PrOCedure’ প্রভৃতি। ‘Legal Miscellany’ নামে আইনের একটি মাসিক পত্রিকা তিনি প্ৰকাশ করতেন।
পূর্ববর্তী:
« মহাশ্বেতা দেবী
« মহাশ্বেতা দেবী
পরবর্তী:
মহিমচন্দ্ৰ দাশগুপ্ত »
মহিমচন্দ্ৰ দাশগুপ্ত »
Leave a Reply