মহাদেব সরকার (৫-৮-১৯০৯ – ২৭-৭-১৯৭৮) মামজোয়ান-নদীয়া। জ্ঞানেন্দ্রনাথ। কৃষ্ণনগর সিএমএস স্কুল থেকে ১৯২৪ খ্রী. ম্যাট্রিক পরীক্ষায় প্ৰথম শ্রেণীতে বৃত্তি নিয়ে উত্তীর্ণ হন এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স সহ বি.এ. এবং জেলে বন্দী অবস্থায় ল’ পাশ করেন। এর বহুদিন পর ১৯৫৯ খ্রী. হোমিওপ্যাথিক ডাক্তারি পরীক্ষায় অনার্স ডিগ্রি পান। ১২ বছর বয়সে গুপ্ত রাজনৈতিক দলে যোগ দেন। ১৯২৩ খ্রী. নদীয়া জেলা সমবায় সমিতি ও দরিদ্র ভাণ্ডার প্ৰতিষ্ঠা করেন। এই বছর মাত্র ১৪ বছর বয়সে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিনি তাঁর ডান হাতটি হারান। ১৯২৪/২৫ খ্রী. দক্ষিণেশ্বর বোমা মামলা ও বিপ্লবী ষড়যন্ত্রের অভিযোগে ২ বছর কারাদণ্ড ভোগ করেন। ১৯২৭ খ্রী. রাজদ্রোহ ও ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানের (কৃষ্ণনগর কলেজ) নেতা হিসাবে আবার প্রায় দেড় বছরের কারাদণ্ড হয়। ১৯২৯ খ্রী. সর্বভারতীয় বয়েজ স্কাউট আন্দোলনে নদীয়া জেলার নেতা ও ছাত্রপ্রতিভূ হিসাবে তিনি প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি পেশ করেন। ১৯৩০ খ্ৰী. লবণ সত্যাগ্রহে নেতৃত্বদান ও চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের সঙ্গে যুক্ত-এই অভিযোগে দীর্ঘ আট বছর কারাদণ্ড হয়। ১৯৪২ খ্রী. জাতীয় অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অংশ গ্ৰহণ করেন। ১৯৪৪ খ্রী. জেলায় জেলায় বিপ্লবী কর্মীদের ঐক্যসাধনের চেষ্টা করেন ও কংগ্রেসী জুলুমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ১৯৪৬ খ্রী. সাম্প্রদায়িক প্রতিরক্ষা কমিটি গঠন করেন ও ব্যাপক প্রচার-অভিযান চালান। এই বছরেই তিনি কংগ্রেস ছেড়ে দেন। ১৯৪৭ খ্রী. গ্রামের লোকদের নিয়ে গ্রাম পঞ্চায়েতের অনুরূপ এক সংগঠন করেন। এ ব্যাপারে এম. এন. রায় ছিলেন তাঁর পথপ্ৰদৰ্শক। তিনি নানারকম রাজনৈতিক পুস্তকের প্রকাশক ও লেখক ছিলেন এবং তাঁর কলিকাতার বাড়িতে বুদ্ধিজীবীদের একটি আড্ডা বসত। শনিবাসর ও রবিবাসর প্রথম শুরু হয় তাঁর ছাপাখানার সভাকক্ষে। ‘আকাশ মাটী’ ও ‘কান্না হলো গান’ তাঁর রচিত দুখানি বিপ্লবাত্মক কাব্যগ্রন্থ। হোমিও চিকিৎসক হিসাবে খ্যাতি ও সম্মান পেয়েছেন। অকৃতদার ছিলেন।
পূর্ববর্তী:
« মহাতাবচাঁদ, মহারাজ
« মহাতাবচাঁদ, মহারাজ
পরবর্তী:
মহাশ্বেতা দেবী »
মহাশ্বেতা দেবী »
Leave a Reply