মহম্মদ হারিস (? – ২-৯-১৯৪২) কলিকাতা। বিড়ি মজদুর এই উদ্যমী পুরুষ কলিকাতায় বিভিন্ন শ্রমিক ইউনিয়ন গড়ে তোলেন। প্রধানত তাঁর আগ্রহে ও দাবিতে কমিউনিস্ট পার্টির পত্রিকার হিন্দী ও উর্দু সংস্করণ প্ৰকাশিত হয়। কলিকাতা জেলা কমিউনিস্ট পার্টির প্রথম শ্রমিক সদস্য। গ্রেপ্তারী পরোয়ানা এড়িয়ে ধানবাদ ও জামশেদপুরেও তিনি ট্রেড ইউনিয়ন সংগঠন করেছিলেন।
পূর্ববর্তী:
« মহম্মদ সগীর
« মহম্মদ সগীর
পরবর্তী:
মহম্মদ হায়াৎ »
মহম্মদ হায়াৎ »
Leave a Reply