মহম্মদ হায়াৎ। সর্দার মহম্মদ হায়াতের অধীনে বহু কৃষক-ডাকাত একসময় সুন্দরবন-পথে ইংরেজ শাসক ও বণিকদের নৌকা চলাচল অসম্ভব করে তুলেছিল। পরে শাসকদের এক বিরাট নৌবহর দলটিকে গ্রেপ্তার করে। ১৭৯০ খ্রী. তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। গভর্নর-জেনারেলের আদেশে তাকে পরে প্ৰিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করা হয়।
পূর্ববর্তী:
« মহম্মদ হারিস
« মহম্মদ হারিস
পরবর্তী:
মহসীন আলী দেওয়ান »
মহসীন আলী দেওয়ান »
Leave a Reply